হাছিনা বুবু
ভালো আছেন ?? আপনার সোনার ছেলেদের কান্ডকীর্তিতে আপনি মনে হয় আনন্দে অভিভূত। তা হইতেই পারেন, আপনার পরিবারের সদস্য তো আপনার মতোই হবে।
যাক সে কথা, হয়তো ভুলে যাচ্ছেন, দেখতে দেখতে ১ বছর চলে গেছে এবং দেখতে দেখতে আরেকটা নির্বাচনও চলে আসবে...তখন আবার মাথায় কাপড দিয়ে ভোট চাইতে আসবেন। চিন্তা করবেন না, মূর্খ বাঙ্গালী আপনাকে মন-প্রান উজাড করে ভোট দিবে।
তবে একটা কথাঃ মূর্খ বাঙ্গালী যখন অতিষ্ট হয়ে যায়, তখন ওই সরকারের পরিনতি খুব একটা ভালো হয় না ( এই কথা কেন বলতেছি জানি না কারন আমাদের দেশের রাজনীতিবিদদের কোন আত্ম-মর্যাদাবোধ আছে নাকি ?)
এখনো সময় আছে, মানুষের কষ্ট বুঝেন এবং সমাধান করেন...নিজের কুত্তালীগকে সামলান...
তারেকেরও অনেক বাড বাডছিলো, পাছার ব্যথায় এখন সে বসতেও পারে না শুনছি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।