আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্য-১



দিন শেষে আবার আমরা যে যার পথে আমাদের গন্তব্য কখনোই এক ছিল না এক সাথে কোন এক পথের ভীড়ে, কিছু দূর আমরা হেঁটেছি মাত্র পথের দু’পাশে আমরা, ফুটে থাকতে দেখেছি অজস্র রক্তিম গোলাপ যাদের রঙ্গের স্পর্শে, বাতাসে সিদুঁর ছড়ায় চারিদিক মুগ্ধ চোঁখে দেখেছি, নীলাভ প্রজাপতির অবাধ উড়োউড়ি এ পথ কোনদিন শেষ হবে না ভেবে, দু’ ফোটা সিদুঁর আমিও পড়েছিলাম খুব কাছ থেকে ছুঁয়ে দেখেছিলাম, প্রজাপতির ডানা ঠিক কতটা নীল? পথে হাঁটতে হাঁটতেই রচেছিলাম, স্বপ্ন সুখের কাব্য খুব বেশী দূর আর, যাওয়া হয়নি আমাদের সন্ধ্যা হতেই অন্ধকারে, ফিরে গেছি আবার যে যার পথে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।