আমাদের কথা খুঁজে নিন

   

ছোট মুখে বড়ো কথা



১। ছোট মুখে বড়ো কথা আসুন আমরা ঘুড়ি উড়াই। আকাশে বিদ্যুতের সাথে খেলবে ঘুড়ি, তড়িৎ প্রবাহ নাচতে নাচতে লাটাইতে এসে জমা হবে_ আসুন আমরা কাঁকড়ি নদীর জন্মস্হান রঘুনন্দন পাহাড়ের চূড়ায় উঠি ঝাপ দেই, জলবিদ্যুত হয়ে উঠবে সারা শরীর _ আসুন আমরা রাজশপুর গ্রামে যাই, ওখানে বনে বনে হাওয়া শালবৃক্ষ মাঝে মাঝে হাওয়ায় দোলে, ওখানে আমরা হাওয়া ধরবো হাওয়া বিদ্যুৎ মানুষের আয়ু বাড়ায় _ আসুন আমরা জল-হাওয়া বিদ্যুৎ বহ্নি প্রকল্প হই ২। হাবিয়া দোজখ আমি প্রতিদিন দরদি হাওয়ার কাছে বলি, আমি বকুলের দোস্তাইন আমার নাম মুকুল, মুকুলমৌমৌক্ষণে তোমারে সোহাগ করি দোস্তালি পাতাই আমি, সই পাতাই_ নির্বাপিত নাহি হউক এই নির্বাণ-দহন অমর-অহল্যাক্ষণ, আমার প্রকৃতি বড়ো বেশরম_ বে(হ)লাজা আমি_ কল্পনার কারণ তোমার, শরমে কও না তুমি_ জানতো, আমি যে তোমার আমি রোজরোজ পারি না সইতে এতো বৈদেহি-বিষন্ন জ্বালা- যন্ত্রনা_ আমাকে নিসর্গনিবাসি করো, দেহধড়লেজ সব রেখে দিও আগের মতো আমিতো পাষাণ নই, না হয় বলেছি, আর আসবো না ফিরে তুমি জানো, আমি পক্ষি তোমার, বার বার ফিরে আসি সঙ্ঘবদ্ধ নীড়ে বসন্ত-বিকারে সব ঝেড়ে ফেলে দেই, শুধু থাকে কুঁড়ির কল্লোল শিৎকারে-চিৎকারে, চুমকুড়ি চমকিত রাতের ভেতর বার বার পর্যুদস্ত হতে চাই তোমারই কাছে। পুরুষ একজনই আছেন জানি, আর সব প্রকৃতি তাহার কেউ কেউ জমকালো সুফলা বাহার কারো কারো আছে বীর্য অহমিকা, কেউ কেউ নুরু, কেউ কেউ নুরুন্নাহার। কারো কারো কেশদাম, টেরি কাটে, কারো আছে বেণীর বাহার আমি দাস্যভাবে যদি যাই তোমারই কাছে নিও আমায় তুমি ওগো প্রজননস্বভাবে_ আমি নি:স্ব জানো নিজ স্বভাবে, যদি যাই তোমারই কাছে আমাকে গ্রহন করো প্রেমের স্বরুপে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।