এসো আবার চড়াই উৎড়ই..........
সেদিন ও কি এমনি বসন্ত ছিল
যেদিন পৃথিবীর প্রথম মানব-মানবি।
পরস্পর অপলক নিশ্চুপ তাকিয়ে ছিল,
অনুভূতি বলেছিল
"ভালোবাসি"।
সেদিনও কি এমনি চৈত্রের দুপুর হবে
যেদিন কাঠফাঁটা রোদে
পৃথিবীর শেষ মানব
চরম তৃষ্ঞা নিয়ে খুঁজবে,
প্রিয়তমার ওষ্ঠ..............।
২.
এইখান দিয়া, এই সভ্যতার সমস্ত দগদগে ক্ষত দিয়া
আমি দৌড়াই.........
বিষাক্ত বাতাসে রুদ্ধশ্বাসে,
আরও একটু পঁচন ধরাই, অবক্ষয় নামাই,
দুৎসপ্নের কুয়াশা ছড়াই,
যেন আর কোনদিন
পাখি না ডাকে, ফুল না ফোটে,
এই ধ্বংসস্তুপে......................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।