আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন-২০১০। প্রার্থী শেখ হাসিনা বনাম ইবলিশ শয়তান। আন্নেরা বেগ্গুনে ভুট দি যান।

হেডের ক্ষুধায় ইচ্ছা করে গাড়ির নিচে মাইত্তাম ঝাঁপ, কেইচ্ছা একখান দেশে আইলাম বাপরে বাপ!!

বাউরে, গরমের জ্বালায় বেদিশা অই গেছি। আঁই কিয়া করুম বুঝতা হারিয়েন্না। তয় আঁর এক শিষ্য কইল, হুজুর আন্নে একখান নির্বাচন দিয়া দেন। আঁই কইলাম প্রার্থী কন? শিষ্য কইল- কেন আনগো আম্মাজান। কিন্তু আরেকজনতো লাগবো? ওমা কি কারবার! শয়তান গাছের ঢাইলে ঝুলতাছিল ।

হেয় চিল্লাইয়া কয়, আঁই প্রার্থী অমু। বাংলাদেশরে আঁই চালামু। পেরার্থি ঠিক অই গেছে। শেখ হাসিনা বনাম ইবলিশ শয়তান। আন্নেরা আইয়েন, দলে দলে ভুট দিয়া যান।

শেখ হাসিনার মার্কা (-) আর ইবলিশ শয়তানের মার্কা (+)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।