আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাপারনা-২



সকাল থেকে এ পর্যন্ত তিনটা মুভি দেখলাম, হ্যানকক, গ্রীন জোন আর দ্যা টুর্নামেন্ট। দুই হাজার আটে হ্যানকক বের হলেই এর হল প্রিন্ট টা দেখেছিলাম, তখন অবশ্য অতটা বুঝি নি আসলে এরা উড়ে উড়ে করছেটা কি, আজ আবার দেখে সিউর হলাম আসলে এরা করছিলো টাকি। এনিওয়ে, মুভি দেখতে দেখতে আমি চরম ক্লান্ত। মনিষীরা ঠিকই বলেছেন, ফাজিল মস্তিস্ক হচ্ছে আলসেমীর আড্ডাখানা, আজকে তার প্রমান পেলাম রান্নাঘরে গিয়ে। ফাজলামো করতে গিয়ে আজকের রান্না করা হয় নি, এখন কি খাব করতে করতে গতকালের হাফ প্যাকেট বিস্কিট চিবুচ্ছি আর চিন্তা করছি মুভি দেখার পর ইয়াহু রুমে না ঢুকে রান্নাঘরে ঢোকাটাই উচিত ছিল।

কঠিন শ্রম,মেধা, মনন, চিন্তা, ভাবনা করে বের করা আমার ইয়াহু আইডিটা নিয়ে অনেকদিন পরে আজ বাংলাদেশ রুমে ঢুকেই আমি খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি কারণ একটাও মেয়ে নেই রুমে! এটা কিভাবে হয়! যাইহোক, কিছুক্ষন চুপচাপ প্যাচাল শুনতে শুনতে হঠাৎ একজন নক করলো, কিচ্ছুক্ষন আলাপ করেই বুঝলাম অপর পাশে বহু সুন্দরী, লজ্জাবতী, গুনবতী একজন আছেন। নড়ে চড়ে বসলাম দীর্ঘক্ষন চ্যাট করার জন্য। উনাকে অবাকের উপর অবাক করে যাচ্ছি আমার বিস্তর জ্ঞান দিয়ে, মাঝে মেঝে উপদেশও দিচ্ছি। আধাঘন্টা পরে মোটামুটি আমরা ভাল বন্ধু হতে যাচ্ছি এরকম একটা সময়ে উনি বললেন তার হাসবেন্ড চলে আসছেন, এখন যেতে হবে। এখন প্লিজ...আমার চেহারা আপনার ইমাজিন করার কোন দরকার নেই।

যাইগা রান্নাঘরে। ব্যাপারনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।