বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
মাইকেল ফার্বার সম্পাদিত A Dictionary of Literary Symbols বইটির প্রচ্ছদ
নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের অধ্যাপক মাইকেল ফার্বার অত্যন্ত জরুরি একটি কাজ করেছেন। আমরা সাহিত্য পাঠকালে নানা প্রতীক ও পরিভাষার সম্মুখীন হই। যেমন পাখি বা কোন ফলমূলের নাম। কী এসবের প্রকৃত মানে? মাইকেল ফার্বার
সম্পাদিত A Dictionary of Literary Symbols বইটি তারই উত্তর দেবে ...
সাহিত্যে ব্যবহৃত প্রতীকের প্রকৃত মানে জানলে সাহিত্য পাঠের আনন্দ অনেকাংশে বেড়ে যায়
মাইকেল ফার্বার সম্পাদিত A Dictionary of Literary Symbols বইটির ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?mn4jooz5ymg
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।