কপিরাইট মামলায় তলব আজিয়াটার ৫ কর্মকর্তাকে
কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল ফোন অপারেটর আজিয়াটা বাংলাদেশের (রবি) পাঁচ শীর্ষ কর্মকর্তাকে আগামী ১৫ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ব্যান্ডদল মাইলস এর দায়ের করা একটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ এএনএম বশির উল্লাহ সোমবার এ আদেশ দেন।
আজিয়াটার বিরুদ্ধে একই অভিযোগে কণ্ঠশিল্পী মাহফুজ আলম জেমস আরেকটি মামলা করলেও আর্জির পক্ষে কাগজ-পত্র দাখিল না করায় আগামী ১৫ তারিখ জেমসকে প্রমাণ-পত্র আদালতে উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুই মামলারই বিবাদিরা হলেন- আজিয়াটা বাংলাদেশ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কুশনার, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, হেড অব রেগুলেটরি অ্যালয়সাস মোহন রামাইয়াহ, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার সেগুফতা ইয়াসমিন সামাদ ও হেড অব ভ্যালু এডেড সার্ভিস নভেরা নূর।
মাইলসের হামিন আহমেদ ও মানাম আহমেদ আর্জিতে বলেন, তাদের লেখা ও সুর করা 'নীলা' ও 'ফিরিয়ে দাও' গান দুটির স্বত্ব কপিরাইট আইনের মাধ্যমে রক্ষিত। কিন্তু বিবাদিরা অনুমতি না নিয়েই রবি'র রিংটোন, ওয়েলকামটিউন এবং গুনগুন রেডিওতে সম্প্রচার করছে দীর্ঘদিন ধরে। এতে তারা প্রচুর অর্থ মুনাফা করছে।
একই অভিযোগ করেন জেমস তার 'দুখিনী দুঃখ করো না' গানটি নিয়ে।
সূত্রঃ বিডিনিউজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।