জানি এই বুক কখনওই স্পর্শ করবে না বুকের কিরণ । তবু
বলি , ভালোবাসা থাক । বলা না ই বা হলো , অনেক গোপন
চিত্রবাঁকের বয়ান, অথবা নির্ঝর রাতের সাথে মিশে থাকার স্পৃহা।
জানি দেখা হবে না এই ভিটের বৃত্ত । এই মাটিমন্ত্রের ঘ্রাণ নিয়ে,
বলা হবে না , আমি এর উত্তরাধিকারী ।
তবু স্বপ্নগুলো থাক, বিচিত্র
ঘুমের গহীনে। জাগবো বলে , সাজিয়ে রাখা হোক শিয়রের ঘড়িকন্ঠ।
জানি হবে না অনেক কিছুই । উড়ে যাওয়া পাখির পালক আঁকড়ে
ধরেই হবে বেঁচে থাকা । এই এপ্রিলের পড়ন্ত দুপুর লিখে রাখবে নাম,
পাখি ও প্রাণের ।
আহা ! প্রেমের বিধান - পাতা হয়ে উড়বে তুমিও !
জানি পড়া হবে এই পৃষ্টার অক্ষর। তবু চেয়ে থাকবো । দেখবো তোমার
রূপ, রূপকল্প ,রঙের বসতি । পালকের বিদগ্ধ দরদে মিশে গিয়ে আমিও
খুঁজবো , তোমার অস্তিত্ব । ছিলে তো বটেই , মরমের পঞ্চস্বরে - পাশে ।
ছবি - শারাদ বওদেকার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।