আমাদের কথা খুঁজে নিন

   

সেই যে পাখিটা

শব্দশিখা জ্বলে...

আবদুর রব সেই যে পাখিটা একদিন বাহ্যজ্ঞান লুপ্ত করে বসেছিল জাহাজ মাস্তুলে- বারবার উড়ে দেখেছিল উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, সে আর কেউ নয় তোমারই চৈতন্য; তুমি তাকে বলেছিলে যাও, দেখ পাও নাকি তীরের সন্ধান! তীর হলো সময়-বিছানা- মুক্তির সূচনা ও সমাপ্তি! এখান থেকেই শুরু হয় অন্য সূত্র অন্য এক গান; যাকে ঢেউ বলি আমরা, তা ঠিক ঢেউ নয়, অথই প্রাণের আলোড়ন... তুমি তাকে ভুলে গিয়ে কোন্‌ দুঃখে বসেছিলে চৈতন্য হারিয়ে? তুমি কি এখনো সূত্র ভুলে বসে আছো অনন্ত মাস্তুলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।