আমাদের কথা খুঁজে নিন

   

এখন আপানার সিদ্বান্ত !!

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন দাঁড়ি না রাখা বা মুন্ডানোর জন্য কি কি লাগবেঃ ১। পানি + ২ সাবান/ক্রিম/জেল/ফোম + ৩। ব্লেড + ৪। রেজার (ব্লেডসহ হলে আলাদা ব্লেড লাগবে না) + ৫। ব্রাশ + ৬।

আয়না + ৭। আফটার শেভ জেল + ৮। নিজের গাল + ৯। নিজের দুই হাত + ১০। নিজের দাঁড়ি + ১১।

দুই চোখ (একটা হইলে ও চলবে ) অথবা প্রত্যহ সেলুনের বিল (অবস্থানভেদে ২০ থেকে ৫০০ টাকা) = আল্লাহ্‌র অসন্তুষ্টি । দাঁড়ি রাখার জন্য কি কি লাগবেঃ ১। নিয়ত + ২। চিরুনি (পরিচর্যার জন্য) = আল্লাহ্‌র সন্তুষ্টি । এখন আপানার সিদ্বান্ত !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।