অন্য সবার থেকে একটু আলাদা ..
বিভিন্ন কারণে কম্পিউটার কি-বোর্ডের নির্দিষ্ট কোনো একটি বা একাধিক বোতাম (কি) নষ্ট হতে পারে। কিন্তু সেই বোতামের বিকল্প বোতাম যদি না থাকে,তাহলে কি-বোর্ডের পরিবর্তন ছাড়া কোনো গতি থাকে না। তবে একটি সফটওয়্যার ব্যবহার করে নষ্ট বতামের বিকল্প হিসেবের অন্য কোনো বোতামের ব্যবহার করা যেতে পারে। এ সফটওয়্যারটির নাম শার্প-কি।
শার্প-কি সফটওয়ার দিয়ে ব্যবহারকারি চাইলে অন্য যেকোনো বোতামের অবস্থান (Map) পরিবর্তন করে বিকল্প কি হিসেবে ব্যবহার করতে পারেন।
অর্থাৎ, কি-বোর্ডের বোতামটি রিম্যাপিং করে উইন্ডোজে বসাতে হবে। এ ছাড়া নির্দিষ্ট কোনো বোতাম ইচ্ছামতো পরিবর্তন বা নিস্ক্রিয় করে রাখা যেতে পারে। মাত্র ২২ কিলোবাইটের (আনজিপ করার পর ৮৫) এই মুক্ত সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও সফটওয়্যারটির প্রোগ্রামিং সংকেত ও পাওয়া যাবে। ধরা যাক, আপনার কি-বোর্ডের ব্যাকস্পেস (Backspace) বোতামটি নষ্ট হয়ে গেছে।
আপনি চাইছেন ডানের কন্ট্রোল বোতামকে ব্যাকস্পেস হিসেবে ব্যবহার করবেন। এ জন্য সফটওয়্যারটি চালু করে অফ (Off) বাটনে ক্লিক করতে হবে। এবার বাঁ দিকের Map this key (Form key) প্যানেল ডানের কন্ট্রোল বোতামটি নির্বাচন করতে হবে। এবার ডান দিকের to this key (to key) প্যানেল থেকে ব্যাকস্পেস (Backspace) কি নির্বাচন করতে হবে। বোতাম নির্বাচনের সহজ উপায় হচ্ছে প্যানেলের নিচের Type Key বাটনে ক্লিক করে ওই কি চাপলে ওই কির নাম চলে আসবে।
এবার Ok করলেই হবে। কোনো কি বন্ধ করতে চাইলে ডানের সবচেয়ে উপরে Turn key off নির্বাচন করতে হবে। এবার Ok বাটনে ক্লিক করলে Sharp Keys এর তালিকায় যুক্ত হবে। এভাবে আপনি আর বোতাম যুক্ত করতে পারেন। সবশেষে রেজিষ্ট্রিতে পরিবর্তন সেট করতে Write to registry বাটনে ক্লিক করলে একটি ম্যাসেজ আসবে।
এবার কম্পিউটার বন্ধ করে আবার চালু করতে হবে
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।