অন্তহীন স্বপ্ন নিয়ে মাত্র দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এরই মধ্যে ঘটে গেল এক অতি সাধারণ ঘটনা। আর পাচঁটি দিনের মত সেদিনও এল একটি চিঠি। রুম নাম্বার ঠিক থাকলেও চিঠির প্রাপক " আকাশ " নামে আমাদের রুমে কেউ ছিলো না। সবাই মিলে সিদ্ধান্ত নেয়া হল চিঠি খুলে দেখা হবে, জরুরি কিছু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চিঠি খুলে দেখা গেল খুব সংক্ষেপে লেখা,
" প্রিয়, চিঠির উপরে লেখা ' আকাশ ' নামটি কাল্পনিক। এ রুমে যদি প্রথম বর্ষের কোন ছাত্র থাকে এবং বন্ধু হতে চায়, তাহলে প্রেরকের ঠিকানায় চিঠি লিখ। "
(উল্লেখ্য তখন মোবাইল ততটা সহজলভ্য হয়নি এবং প্রেরকের ঠিকানাটি ছিল একটি মেয়ের)
যাহোক রুমের ৮ জন ছাত্রের সবাই ছিলাম প্রথম বর্ষের। কেউই তার দাবী ছাড়লো না। সিদ্ধান্ত হল দু্ই পাতার একটি চিঠি লেখা হবে এবং রুমের সবাই তাতে সংক্ষেপে নিজ নিজ পরিচয় তুলে ধরবে।
প্রতেকের জন্য পাচঁটি করে লাইন বরাদ্দ হল। প্রতেকে নিজ নিজ নাম, ডিপার্টমেন্টের নাম, উচ্চতা, গায়ের রং, শখ এবং বিশেষ একটি প্রীতি বাক্য লিখলো। পরদিন অনেক ঘটা করে সকলের উপস্থিতে চিঠি পোস্ট করা হল।
শুরু হল অপেক্ষা। অনেক দিন পার হয়ে গেল।
চিঠির কথা আমরা সকলেই ভুলে গেলাম।
হটাৎ একদিন ক্লাশ থেকে ফিরে দেখি দরজার নিচে একটি খাম। খাম খুলে দেখা গেল একটি ছিঠি যা আমাদেরই এক রুমমেট বিপ্লব লেখা, যে কি না পড়ত সংস্কৃত বিষয়ে আর সাইজে ছিল অন্য সবার থেকে খাঁট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।