আমাদের কথা খুঁজে নিন

   

৬ নম্বর বাসে ঝুলে রবিন্দ্রনাথঃ একটি শানে নযুল

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

মতিঝিল শাপলা চত্বরে মাঝ দুপুরের কাঠ ফাটা রোদে সাদা পাঞ্জাবি আর রঙ চটা জিনস পরে দাঁড়িয়ে আমাদের রবি ( রবিন্দ্রনাথ ঠাকুর)...... ভাবির সাথে (কাদম্বিনী) আজ ২ দিন হলো দেখা নাই।একটা ৬ নম্বর বাস কোন রকমে মোড় ঘুরতেই তাতে উঠার জন্য লাফ দিলো রবি দা...নব্য পোশাকে থাকা কবি গুরুকে না চেনায় ভিড়ের টানে পাঞ্জাবির বাম হাতাটার সেলাই ততক্ষনে ছিঁড়ে গেছে...পাক্কা ২ ঘন্টা জামে আটকে থেকে ঘাম ঝরাতে ঝরাতে ভাবির বাসায় ফিরল।কাদম্বিনি মুচকি হেসে বলব তুমি এলে আর কারেন্টও গেলো... ২ ঘন্টার আগে আসবে না...স্নান করে নাও। কাক ভেজা হতেই রবি টের পেল সাপ্লাই শেষ!কোন রকমে গামছাতে মাথা মুছে মুছে ডাইনিং এ বসতেই কানে ভেসে এলো... রবি বারান্দায় বাতাস আছে এখানে চলে আসো...গ্যাস নাই।রান্না এখনো হয় নাই... বারান্দায় এলোকেশে কাদম্বিনি...মুগদ্ধ নয়নে দেখে যাচ্ছে তাকে রবি... হঠাত পাশের কন্সট্রাকশন চলা বাড়ির ছাদ থেকে ফাল্গুনী হাওয়ায় এক গাদা বালি উড়ে এলো বারান্দায়... কাদম্বিনি চোখ ধুতে ঘরে... হাতে থাকা মুঠোফোনটাতে ম্যাসেজ অপশনে লিখা শুরু করল রবি!!! কি হতে পারে সেই কবিতা!!!! জানতে বড্ড মন চায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।