আমাদের কথা খুঁজে নিন

   

মজা পাইলাম। বিদ্যুৎ ছাড়া সব ক্ষেত্রেই সরকার সফল।

ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর

বিদ্যুৎ ছাড়া অন্য সব ক্ষেত্রে সরকার সফল বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিদ্যুতের বিষয়ে তিনি বলেছেন, এ ক্ষেত্রে আরো উন্নতি করতে হবে। বিদ্যুৎ নিয়ে শিল্পোদ্যোক্তা ও সাধারণ মানুষের অসন্তোষের মধ্যেই শুক্রবার অর্থমন্ত্রীর এ বক্তব্য এলো। বর্তমানে দেশে দৈনিক প্রায় ৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের উৎপাদন গড়ে ৪ হাজার মেগাওয়াট। এজন্য লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ যন্ত্র ব্যবহারের ওপর কড়াকড়িও আরোপ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার এক প্রাক বাজেট আলোচনায়ও সরকারি দলের সংসদ সদস্যরা বিদ্যুৎ সঙ্কট নিরসনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, "অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধশালী হলেই একটি দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। " এ জন্য তিনি ব্যবসায়ীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। হবিগঞ্জ চেম্বারের সভাপতি তকাম্মুল হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, সহসভাপতি কাশেম আহমেদ, হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুন্নবী, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, হবিগঞ্জ চেম্বারের সহসভাপতি শামিম আহছান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।