আমাদের কথা খুঁজে নিন

   

আধা ডিজিটাল বাংলাদেশে বালাই আছি, হাহ্(!!)

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

সকাল বেলা টিপ টিপ পানি দিয়া একবার একবার কইরা হাত পা ধুইয়া কোনমতে অযুটা সারলাম। দাঁত মাজার সাহস করিনাই, এই ফোঁটা পানিও যদি শ্যাষ হইয়া যায় তইলে মুখে ফেনা লইয়া ঘুরতে অইব। নামাজ পইড়া হতাশ মনে ঘুম দিলাম, দুরবস্থা ভুইলা থাকনের লাইগা। দ্বিতীয় দফা ঘুম থেইকা উইঠা হাঁটা দিলাম। অনেক আগে নাকি আরবের মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেওনার লাগি মাইলখানেক হাইটা জনহীন মরু স্থানে যাইত।

আর বাংলার মানুষ কাছেই কোন জঙ্গলে যাইত। আধুনিকতার ঠেলায় পিছাইয়া গিয়া আমারে হেই রাস্তা ধরন লাগছে আইজকা। এক মাইল হাইটা আরেক বন্ধুর মেসে গিয়া টয়লেট ইউজ কইরলাম। তারপর একখান আধঘন্টার গোসল, কতদিন না গোসল কইরা থাকন লাগে তার তো কোন ঠিক নাই। গোসল শ্যাষে বাসার দিকে রওনা দিলাম।

নাকে মুখে কিছু চাইপা চুইপা এক ঢোক পানি গিইল্লা বাইর হইলাম। ঢাবিতে কাম আছিল। কামটাম শ্যাষ কইরা রাইতে বাসায় আইলাম। বাসায় যাওনের আগে এশা আদায় কইরলাম দুরের মসজিদে, এই মসজিদে পানি আছে বইলা আগে থেকেই জানতাম। তারপর বাসায় পৌছাইলাম।

আইসা বাসা থেইকা কলসী লইয়া বাইর হইলাম পানির সন্ধানে। নাহ, উত্তর মেরু যাইতে হয় নাই। মহল্লার এক উদার মানুষের গাইল টাইল সহ্য কইরা এক কলস পানি যোগাড় কইরলাম। তা লইয়া হাইটা হাইটা বাসায় আইলাম। কোমরে আর হাতে ব্যাথা হইয়া গ্যাছে।

এই আধা ডিজিটাল প্রাচীনকাল আর সহ্য হয়না। মোরাল: আধা ডিজিটাল বাংলাদেশের তুলনায় পুরা অ্যানালগ বাংলাদেশ অনেক বালা। আগে দিনে এক ঘন্টা কারেন্ট যাইত, আর সরকাররে গাইল পাড়তাম। এহন, দিনে কয়েক ঘন্টা কারেন্ট থাকে, সরকাররে কি কইয়া গাইল পাড়ুম সেইটা মাথায়ই আহেনা। পুরা বাকহীন বা গালীহীন হইয়া গ্যাছিগা।

গালির ডিকশনারী থাকলে একটা ব্যবস্থা হইতে পারে। নেটে খুইজা দেহুম। পানি সব মনে হয় হাসিনায় খায়। হেতি বিন্পি মার্কা তত্ত্বাবধায়কের আমলের মত "পানি বন্ধ কইরা দিবাম, অক্সিজেন বন্ধ কইরা দিবাম" টাইপের দেশ চালাইতাছে। আমরা কি করছি যে, আমাগোরে চিকার মত কইরা গর্তে পুইরা পানি ঢাইলা চাইপা ফালাইছে? মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা শ্যাষ কইরা ফালাইলো খালি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বিমানবন্দর নাম পরিবর্তন করতে গিয়া, অথচ সাধারন মানুষের চাকরানী হইয়াও কামের কাম কিচ্ছু করেনা।

আমার এলাকার সংসদ সদস্যের টিকিটাও দেখলামনা, হালারে ক্যাডা যে ভোট দিল? ধারে কাছে পাইলে জুতাইতাম হালারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।