আমাদের কথা খুঁজে নিন

   

কাল থেকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তির মেলা



উত্তরবঙ্গের শুরু হচ্ছে ‘নর্থবেঙ্গল আইটি ফেয়ার ২০০৯’ শিরোনামে তথ্যপ্রযুক্তির মেলা। কাল রোববার বগুড়ার কভার্ড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হবে। বগুড়ায় এ মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এরপর ২২ অক্টোবর রাজশাহীর পর্যটন মোটেলে আবার এ মেলার আয়োজন করা হবে। রাজশাহীতে এ মেলা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।

খবর বিজ্ঞপ্তির। কম্পিউটার ও কম্পিউটার বিক্রির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণভাবে উত্তরবঙ্গকে তুলে ধরাই এ মেলার মূল উদ্দেশ্য। মেলায় আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। উত্তরবঙ্গের প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ এই প্রযুক্তিমেলার আয়োজন করেছে ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড ও মেকার কমিউনিকেশন। মেলায় পৃষ্ঠপোষকতা করছে হিউলেট প্যাকার্ড (এইচপি) এবং ইন্টেল।

মেলায় প্রবেশমূল্য নির্ধারিত হয়েছে ১০ টাকা, তবে সু্কলপড়ুয়া শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।