স্টাফ রিপোর্টার: জুটি হিসেবে পর পর দুই ছবির ব্যর্থতা পূর্ণিমা-মারুফকে রীতিমত অনিশ্চিত করে তুলেছে। এই জুটির প্রথম ছবি কাজী হায়াতের ‘শ্রমিক নেতা’ ব্যবসায় সম্ভাবনা সৃষ্টি করলেও ভিডিও পাইরেসির কারণে শেষ পর্যনত্ম ব্যর্থ হয়। এরপর একই পরিচালকের ‘আমার স্বপ্ন’ ছবিটি নিয়ে অনেক স্বপ্ন ছিল চলচ্চিত্র শিল্পের। ছবির পরিচালক কাজী হায়াৎ, প্রযোজক স্বনামধন্য চলচ্চিত্রকার কাজী জহিরের স্ত্রী চিত্রা জহির।
ছবিতে কাজী মারম্নফ-পূর্ণিমা জুটির সঙ্গে আরও ছিলেন বাপ্পারাজ, সাহারা, দুলারী, এটিএম শামসুজ্জামানের মতো তারকা।
তারপরও স্বপ্নপূরণ করতে পারেনি ‘আমার স্বপ্ন’। ব্যক্তিগত জীবনে ভাল বন্ধু পূর্ণিমা-মারম্নফের জুটির প্রতি এটি বড় আঘাত। এতে নতুন অনিশ্চয়তা দেখা দেয়। এ অবস্থায় আগামী ৯ই এপ্রিল মুক্তি পাবে আহমেদ নাসির পরিচালিত পূর্ণিমা-মারম্নফ জুটির তৃতীয় ছবি ‘মা আমার জান’। ছবির প্রযোজক মেকাপম্যান মান্নান।
এই প্রযোজক মান্নান আর পরিচালক আহমেদ নাসিরের ‘গরীবের ছেলে বড় লোকের মেয়ে’ ছবিতে অভিনয় করে কাজী মারম্নফ তারকাখ্যাতি লাভ করেছিলেন। বলা যায়, নায়ক হিসেবে মারম্নফ দাঁড়িয়ে গেছেন এই ছবিতেই। পরিচালক আহমেদ নাসিরের প্রতি চলচ্চিত্র ব্যবসায়ীদের পূর্ণ আস্থা রয়েছে। মারম্নফের আগে মান্না, শাকিব খান ও আমিন খানকে নিয়ে সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন। তার পরিচালনায় ‘মা আমার জান’ও দর্শকদের মন জয় করবে।
তবে এই ছবিতে জুটি হিসেবে দারম্নণ এক অগ্নিপরীড়্গার সামনে এসে দাঁড় করাবে পূর্ণিমা-মারম্নফকে। এই ছবির ওপর নির্ভর করছে তাদের জুটির ভবিষ্যৎ। যদিও পূর্ণিমা-মারম্নফ জুটির খুব বেশি ছবি নেই, তারপর যে ক’টা আছে সেগুলোর ভাল-মন্দের আগাম সম্ভাবনাটা এখানেই ফুটে উঠবে বলে চলচ্চিত্র বোদ্ধারা অভিমত ব্যক্ত করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।