আমাদের কথা খুঁজে নিন

   

শেষ বিকেলের আলো

লেখালেখির জগতে এক ‘‘ক-অক্ষর গোমাংস’’।ইতিউতি চেয়ে, এখান-সেখান থেকে একটু আধটু নিয়ে একেবারে পড়ার অযোগ্য নয় এমন কিছু লেখার প্রাণান্ত চেষ্টা করে যাওয়া এ সময়কার এক নিধিরাম সর্দার।

বহুদিন ধরে বহু পথ ঘুরে জীবনের বাঁকে হেঁটে হেঁটে আমি ক্লান্ত, পেয়েছি কি আর পাইনি কি তা ভেবে ভেবে আজ আমি হই পরিশ্রান্ত। হঠাৎ শুনি- পরিচিত এক সূর, কান পেতে শুনি স্মৃতির ফিসফিসানি... কিন্তু, ছোপ ছোপ লাল শোণিত ধারায় সিক্ত আজ আমার এ দেহখানি... রোদে ঘেরা সেই পুরনো উঠান আলপনা আঁকে মনের দরজায়... অনুভূতি জুড়ে রূদ্ধ আবেগ, মনে পড়ে যায়- প্রথম যেদিন আমার অধর ছুঁয়েছে তোমায়... ঘোলা ঘোলা চোখে হাতড়ে বেড়াই- যা আছে স্মৃতির ওপাড়ে, মনের বন্ধ জানালায়। এইযে আমি অসহায় একা আবছা আলোয় খুঁজছি তোমায়। আমায় ঘিরে জনতার ভিড়,তুমি কোথায়? ক্লান্ত দু’চোখ শ্রান্ত হয়ে খুঁজে ফেরে, শুধু তোমায়... নিস্তেজ দেহ, পরাজিত চোখ দৃষ্টি হারায়। একে একে সব খুলে যায়... শকুনের দল হানা দেয়, স্মৃতির খোলা জানালায়, আমার অবশ চেতনা জুড়ে ঘনায় আঁধার কালো, নিষ্প্রাণ চোখে লেগে থাকে শুধু, শেষ বিকেলের আলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।