অপেক্ষাকৃত রুগ্ন এক ঝলক রোদ,
দাড়ালো এসে সকালের,খোলা জানালায় ।
তার দিকে তাকিয়ে ভেবেছিলাম
আজ হাতে হাত রেখে,চলে যাব
বহুদুর ।
যেখানে থাকবেনা কোন কোলাহল,
অযথা মানুষের ভিড়।
আজ হেটে যাব,তোমাকে সঙ্গি করে ।
সবুজের আড়ালে ক্ষিন রদ্দুর,
ঝিলের জলে বাতাসের মৃদু কম্মপনে,
ছুয়ে যাবে কোন অযাচিত নিরবতা।
হারাবো কোন ভাবনার সাথে।
কিন্তু কোথাই যেন আজ ছন্দ পতন।
ক্ষিন রদ্দুর নয়,প্রবল বরিষনে
ভেসে গেছে সেইক্ষন,
অদ্ভুত নিরবতা নিয়ে,দুরত্তে বসে আজ
শুধু একা , , , , ,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।