মহাবিশ্বের মহাকাশ ফাড়ি' চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি' ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!
চারিদিকে বাজে মাদল
বাজে মাদল রে ... কোটি মানুষের হৃদয়ে
উৎসবে মাতে
বারো মাসে তেরো পার্বণ
তারচেয়েও অনেক আপন
হৃদয়ধ্বনি ওড়ায় যখন লাল সবুজের পতাকা
চলো
চলো
চলো বাংলাদেশ বিভেদ ভেঙে
সকল আঘাত বাধা ডিঙিয়ে
নতুন ঠিকানায়
হাতে রাখি হাত স্বপ্ন দেখি
নতুন সুরের মূর্ছনায়
দুঃখ যত যাই যে ভুলে
একটা চাওয়াই প্রাণে দোলে
উতল হাওয়ায় উড়বে বলে লাল সবুজের পতাকা।
নতুন আলো হাসির জোয়ার
হরেক রঙে ছবি আঁকা
উড়বে বলে তোমার আমার লাল সবুজের পতাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।