আমাদের কথা খুঁজে নিন

   

বি এন পির যুদ্ধাপরাধ ও কথিত যুদ্ধাপরাধি তালিকা!!

যেমন ঢাঁকের বাড়ি তেমনি নাচুনে বুড়ি.....

স্বাধিনতার ঘোষক জিয়াউর রহমানের দল বি এন পি কে যুদ্ধাপরাধী বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আন্দোলনের হুমকি ও যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ করেন তিনি । তিনি আরো বলেন বি এন পিতে অনেক যুদ্ধাপরাধি রয়েছেন । তাহলে কি আওয়ামিতে কোন যুদ্ধাপরাধি নাই। আজব একটা ব্যপার লক্ষ করলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ফোরাম কতৃক কথিত সেই যুদ্ধাপরাধি লিষ্টে আওয়ামির একজনের নামও অবিস্কার করতে পারেনি! যেখানে, শেখহাসিনার বিয়াই মোশারফ, শেখ সেলিমের বিয়াই মুসাবীন সমসের, সাবেক আওয়ামি মন্ত্রী ফায়জুর রহমান, সাবেক আওয়ামি মন্ত্রী মাওলানা নুরুল ইসলাম, বর্তমান আওয়ামি এমপি ডাঃ অনোয়ার হোসেন সহ আরো অনেক আওয়ামি নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

আর এদিকে আওয়ামিমনা পত্রিকা গুলো যারে তারে যুদ্ধাপরাধি বানাতে ব্যাস্ত দেখা যাচ্ছে। যাদের তালিকা অনুযায়ি যুদ্ধের সময় ৪ বছরের বাচ্চা রফিকুল ইসলাম খান(ঢাকা মহানগর জামাতের আমির), ৭১ এ ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এম এ হাকিমক (ঠাকুর গা জামাতের জিলা আমীর ) সহ ৭১ এ ছাত্রলীগ কর্মী ও বাদ নেই। বর্তমানে জামাত করার কারনে একজন মুক্তিযোদ্ধা যিনি ৭১ এর ছাত্রলীগ কর্মী ছিলেন, আওয়ামিমনা পত্রিকা কতৃক তাকেও যুদ্ধাপরাধি বানানো হয়েছে। সংবাদটি নিয়ে আজ এক জাতীয় পত্রিকায় উক্ত নেতা প্রতিবাদ ও করেছেন। প্রতিবাদ অনুযায়ি, জামাতের সাবেক এম পি গাজী নজরুল ইসলাম, যিনি ১৯৬৯ সালে ছাত্রলীগ করেন এবং ১৯৭১ সালে পড়াশুনা ইস্তফা দিয়ে সেক্টর কমান্ডার মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং পরে কিছুদিন তিনি জলিলের নেতৃত্বে জাসদ ও করেন।

এরপর ১৯৮৩ সালের দিকে তিনি জামাতে জয়েন করেন। ৯১ এবং ২০০১ জামাত থেকে এম পি নির্বচিত হন। তিনি বলেন শুধু জামাত করার কারনে আওয়ামিমনা পত্রিকাগুলো তাকে যুদ্ধাপরাধি বানান। তাহলে সেক্টের কমান্ডের বিচারের তীর কি শুধু আওয়ামি বিরোধীদের দিকে????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।