এনালগ ডিজিটাল পুরাতন শব্দ
অর্থ বুঝতে গেলে হই মহা জব্দ
অবসরে যদি দেখি টিভি কোনো ডিজিটাল
এনালগ পুরাতন একেবারে রদ্দি মাল
হয় যদি যোগাযোগ ডিজিটাল মোবাইল
এনালগ বাজে সেথা পিছে রয় দু'মাইল
নেটে যদি বসি নিয়ে ডিজিটাল কম্পু
ডিজিটাল আমেরিকা এনালগ থিম্পু।
কিন্তূ এ ডিজিটাল হয় যদি কোনো দেশ
পাবলিক ধরা খায় লাইফটা পুরা শেষ
কারেন্ট থাকে না সেথা আধা দিন আধা রাত
রান্নার গ্যাস সেথা থাকবে না সিধা বাত
সি এনজি চলবে না পাম্প সেথা বন্ধ
রাতে সেথা আলো নেই সব্বাই অন্ধ
পানি নাই মটরটা চলছে না বাড়ীতে
গ্যাস নাই পাক তাই হচ্ছে না হাড়িতে
কেমন এ ডিজিটাল সুবিধা তো পাই না
ছেড়ে দাও, কেঁদে বাচি- ডিজিটাল চাই না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।