সকলে করি নেক আমল
জীবন হবে নিশ্চিত সফল।
কেহ না হই যেন, পাত্র অবজ্ঞার
হলে, জীবন নিশ্চিত হবে অসার।
খুঁজি সকলেই জীবনে জ্ঞানাধার
জ্ঞানই দেবে সকলকে সুসমাচার।
জাতি বুঝি, জ্ঞানের অভাবে ক্রমাগত
আঁধারে হচ্ছে যেন নিপতিত।
অসত্যকে না দিলে আশ্রয়-প্রশ্রয়
পৃথিবী হবে সুনিশ্চিত শান্তিময়।
প্রভুকে, সদা অন্তরে রাখলে
তিনিই বিপত্তি দেবেন উৎরিয়ে।
তখনই, সত্য-সঠিক পথ মিলবে
ভুলেও কেহ আর, কুপথে পা না ফেলবে। ।
হাঁটা পথ, তখনই সহজ হবে
চলতি পথে পা, না পিছলাবে।
সকলের শির, সদা রবে নত
হৃদয় বিনয় থাকবে নিরত।
তখন, সত্য পথের ঠিকানা
সহজে মিলবে, তা ভুলনা।
প্রভুকে স্মরণ রাখতে হবে
আত্মাকে তৈরী করতে হবে।
অন্তর থাকবে সদা স্বচ্ছতর
এর জন্য প্রয়োজন, দৃঢ অংগীকার।
তবে জ্ঞান হবে বিকশিত
সৌরভ হবে বিচ্ছুরিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।