আমাদের কথা খুঁজে নিন

   

লোডশেডিং-রুটিন

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

স্কুল-কলেজের পাঠ চুকানোর পর থেকে অনেকদিন যাবৎ ক্লাশ-রুটিনের মতন প্রাত্যহিক জীবনে তেমন কোন রুটিন ফলো করা হয়নি। কিন্তু ঢিঝিটাল সরকারেরদয়ায় এখন থেকে লোডশেডিং এর রুটিনটা বেশ ভালো ভাবেই ফলো করছি। ঢিঝিটাল এইদেশে লোডশেডিং না থাকলেই কেমনজানি হাঁসফাঁস লাগে আর লোডশেডিং থাকলে অন্তত এটা ভেবে শান্তি লাগে দেশের স্বাভাবিক অবস্থা এমন না হলে কি চলে? আগে তো ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হতো,এখন যে লোডশেডিং দুই ঘন্টা পরপর আবারো দুই ঘন্টার যে লোডশেডিং হয় সেটা কতটা ভালো বা মন্দ সেটা জানি না। খালি লোডশেডিং এর সেই দুই ঘন্টায় মনে হয় এরচেয়ে ভালো হত যদি নরকে গিয়ে বসে থাকতে পারতাম। যাইহোক,ঢিঝিটাল দেশবাসীরা কম-বেশী অনেকেরই দেখছি লোডশেডিং-রুটিন ভালও ভাবেই মুখস্হ হয়ে গেছে। ক্লাশ-রুটিনের মতন সবারই উচিত লোডশেডিং-রুটিন ও কাগজে লিখে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা যাতে সব্বাই সেটা ফলো করতে পারে।গতকাল সারাদিন ঘরে বাসে বসে লোডশেডিং এর টাইম মুখস্হ করেছি। সোমবারের লোডশেডিং-রুটিন হলো এমন........................ #সকাল ১০:১৫টা-১২:১৫টা পর্যন্ত হলো মর্ণিং লোডশেডিং #দুপুর ০২:১০টা-০৪:১৫টা পর্যন্ত আফটারনুন লোডশেডিং #সন্ধ্যা ০৬:২০টা-০৮:১০টা পর্যন্ত ইভিনিং লোডশেডিং #রাত ১০:২৫টা-১২:১৫ পর্যন্ত নাইটের লোডশেডিং #রাত০২:৩০টা-প্রায় ভোর ০৫:০০টা পর্যন্ত যে লোডশেডিং হলো,দুইঘন্টা পার হবার পরও কারেন্ট বেইমানি করে যখন আসলো না তখন কি আর করবো রাগে,দুঃখে,ক্ষোভে আর অভিমানে ফ্লোরেই ঘুমিয়ে পরলাম শেষকথা ,ঢিঝিটাল দেশে থাকতে থাকতে এখন আমরা গন্ডার হয়ে গেছি আর নিজেরে এটা প্রতিনিয়ত বলে সাত্ত্বনা দেই দেশের স্বাভাবিক অবস্হা তো এমনই হবে। এরচেয়ে শান্তির,স্বাচ্ছন্দ্যের আর সুখের জীবন আর কই পাবো??? আমার এক পিচকা কাজিন যখন কারো উপর ক্ষেপে যায় তখন রাগ করে বলে"ওরে(যার উপর ক্ষিপ্ত)ধইরা,মাইরা,বাইন্ধ্যা,কাইটা এক্কেবারে পানিতে ফেলে দিবো" ।বাবুটার ডায়লগ ধার করে নিয়ে লোডশেডিং এর সময় মনে মনে বলি,"কারেন্টরে ধইরা,মাইরা,বাইন্ধ্যা,কাইটা এক্কেবারে পানিতে ফেলে দিবো" ....!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।