আমাদের কথা খুঁজে নিন

   

মুখ ঢেকে রাখি মানচিত্রে

বলার কিছু নেই.......

আমার একটি দেশ আছে স্বাধীন মানচিত্রে অলঙ্কৃত একটি পতাকা আছে-লাল সবুজ। যে মাটির ধূলো বালি তে আমার স্পর্শ যে বাতাসে ঘ্রাণ নিয়ে গোলাপ বকুলের যে আকাশে তাকাই নীল ভরা চোখে কষ্ট ভুলে সুখে হাসি সেই মানচিত্রে! আজ,কেঁপে উঠে বুকে কুয়াশা ফোঁটা চোখে আমায় অসহায়ত্ব স্পর্শ করে যখন দেখি সেই শকুন;একাত্তরের! যারা রক্ত চুষেছে একাত্তরে বালিকা বধূর পাপড়ি ছিঁড়েছে সহবতের নেশায়! আজ তারা মেদ ঝুলিয়ে হাঁটে আমার মানচিত্রে। আর আমি লজ্জায় চোখ মুখ ঢেকে রাখি সেই মানচিত্রে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।