জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
মেয়র মহিউদ্দিন চৌং এর পোগ্রামের কারনে এতদিন আজকে অনুষ্ঠিত লালদিঘী ময়দানে বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশের মঞ্চ রেডী করা যায়নি। তাই গতকাল এক রাতে প্রচুর লোকবলের আন্তরিক প্রচেষ্টায় বিশাল মঞ্চ প্রস্তুত করতে হিমশিম খেতে হয়। অতিতে বিএনপির এতো প্রস্তুতি নিয়ে কোন সমাবেশ হয়েছে কিনা আমার জানা নায়। রাতদিন প্রচারনা, এলাকায় এলাকায় সভা, পোস্টারিং, ব্যানার এক কথায় পুরা চিটাগাং এক বর্ণিল সাজে সেজেছে।
কিন্তু একি হলো আজ সকালের ১০ মিনিটের ঝড়ো হাওয়া এবং বৃস্টি সবকিছু এলোমেলো করে দেয়। ফোনে শুনলাম সামিয়ানা উল্টিয়ে ফেলেছে মাঠের। সাথে সাথে বাইক নিয়ে ছুটালাম লালদীঘির পানে। গিয়ে দেখি এরই মধ্য আশপাশের জেলা থেকে আসা লোকজনে মাঠে এসে ভীড় জমাতে শুরু করেছে,অথচ সমাবেশ শুরু হবে বেলা ২ টায়। আর লোকজন হাতে হাতে মিলিয়ে শ্রমিকদের সাথে লন্ডভন্ড হয়ে যাওয়া সামিয়ানা এবং স্টেজ ঠিক করছে।
এক অভাবনীয় দৃশ্যে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
আর চট্গ্রামের আকাশ হতেও আস্তে আস্তে কালোমেঘ সড়ে গিয়ে সূর্য উকি দেয়া শুরু করেছে, এ সূর্য হলো জাতিয়তাবাদী শক্তির কামব্যাক করার সূর্য। আজকের মহাসমাবেশ সফল হউক,এ কামনা করে এখনের মতো আল্লাহ হাফেজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।