আমাদের কথা খুঁজে নিন

   

পিসিএল=মিউট টিভি



পিসিএল দেখতেছিলাম।এটিন বাংলায় দেখাইতেছে।রিমোট টিপে মাঝে মাঝে আইপিএল ও দেখতেছিলাম সেই সাথে। মানলাম আইপিএলের মত এত নামডাকওয়ালা প্লেয়ার পিসিএলে নাই।এটিন বাংলার ক্যামেরা ক্রুরা সুপার স্পোর্টসের ক্রুদের মত ঝানু না যে তাদের চোখ বলের পিছে পিছে দৌড়াবে, দর্শক সারি থেকে সুন্দরী নারীদের তুলে আনবে।এই রাশিয়ান চিয়ার গার্লরা হয়তোবা তাদের মত উদ্দাম নৃত্যে দর্শক মাতাতে পারছে না।সব কিছু মেনে নিয়েউ বেশিক্ষণ পারলাম না দেখতে পিসিএল……শুধুমাত্র জাফরুল্লার একঘেয়ে বিরক্তিকর ফালতু অপ্রাসংগিক ধারাবর্ণনার জন্য। তাই পিসিএল দেখলে টিভি মিউট করে দেখুন……

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।