আমাদের কথা খুঁজে নিন

   

‘জোর করে এনে শ্রমিকদের হত্যা করা হয়েছে’

সাভার ট্র্যাজেডি কোনো দুর্ঘটনা নয়। এখানে জোর করে ডেকে এনে শ্রমিকদের হত্যা করা হয়েছে। ’
সাভারে ধসে যাওয়া রানা প্লাজা ভবনের ওই স্থানের সামনে আজ শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ভবনধসের এক মাস পূর্ণ হয়েছে আজ। এ উপলক্ষে ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।


সকাল ১০টার দিকে ল্যাম্পপোস্ট বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, ছাত্র গণমঞ্চ, প্রপদ, গণমুক্তি গানের দল, মার্ক্সবাদের প্রথম পাঠ, দাবানল, গার্মেন্টস শ্রমিক সংহতি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভবনধসে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, এখনো অনেকে তাঁদের স্বজনদের খুঁজে পাননি। সরকারের পক্ষ থেকে হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের যে তথ্য দেওয়া হচ্ছে, তা সঠিক নয়।
নিহত, নিখোঁজ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার দাবি জানান বক্তারা।

একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
এর আগে ধসে যাওয়া ভবনের সামনে প্রতীকী বেদি তৈরি করে নিহত ব্যক্তিদের স্মরণে এতে ফুল দেওয়া হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।