আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যার! সাবধান....

বিকল্প গণমাধ্যম দীর্ঘজীবি হোক!

ওয়েব বিজ্ঞাপনের মাধ্যমে কম্পিউটারে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর প্রোগ্রাম বা ম্যালওয়্যার। ক্ষতিকর এসব ম্যালওয়্যার বিস্তারে শীর্ষে রয়েছে ইয়াহুর বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ইয়েল্ড ম্যানেজার, ফক্স অডিয়েন্স নেটওয়ার্কের ফিমসার্ভ এবং গুগলের অ্যাডসেন্স বা ডাবলক্লিক। অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট এ তথ্য জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের কম্পিউটারে ম্যালওয়্যারের বিস্তারের কারণ অনুসন্ধানে জরিপ পরিচালনা করে প্রতিষ্ঠানটি। জরিপে দেখা যায়, বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগসাইটগুলো থেকে বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে তৃতীয় পক্ষের অনেক ওয়েবসাইট ভিজিট করে ইন্টারনেট ব্যবহারকারীরা।

ওয়েব বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্ভরযোগ্য মনে করেই সাধারণত ব্যবহারকারীরা তাদের বিজ্ঞাপনে ক্লিক করে। কিন্তু এসব বিজ্ঞাপনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কম্পিউটারে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যার। শুধু সাধারণ ওয়েবসাইটেই নয়, গত বছর এ ধরনের ক্ষতিকর প্রোগ্রাম নিউইয়র্ক টাইমস, রিপোর্ট ডটকম, টেকক্রাঞ্চ এবং হোয়াইটপেজ ডটকমের মতো উল্লেখযোগ্য সাইটের মাধ্যমেও বিস্তার ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে ওয়েব বিজ্ঞাপনগুলোর মাধ্যমে ক্ষতিকর ট্রোজান ভাইরাসেরও দ্রুত বিস্তার ঘটছে বলে জানিয়েছে অ্যাভাস্ট। আর এ ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই হ্যাকারদের প্রধান লক্ষ্য।

প্রতিষ্ঠানটির জনসংযোগ ব্যবস্থাপক লাইল ফ্রিংক বলেন, 'ওয়েব বিজ্ঞাপনের মাধ্যমে কম্পিউটারে ম্যালওয়্যারের বিস্তার ছোট কোনো বিষয় নয়। ইয়াহু বা গুগলের মতো প্রতিষ্ঠানগুলোও ভাইরাসের কবলে পড়ে ক্ষতিকর ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনের বিস্তার ঘটাচ্ছে। ' গত ডিসেম্বর মাস থেকেই মূলত ওয়েব বিজ্ঞাপনগুলোর মাধ্যমে ম্যালওয়্যারের বিস্তার শুরু হয়েছে। এ সময়ের মধ্যে অ্যাভাস্ট ব্যবহারকারীদের কম্পিউটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৬ লাখ ম্যালওয়্যারের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে ইয়াহুর ইয়েল্ড ম্যানেজার বিজ্ঞাপন থেকে পাঁচ লাখ ৩০ হাজার আর গুগলের ডাবলক্লিক থেকে ১৬ হাজার ৩০০।

বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়্যারের বিস্তার ঘটায় ইয়াহু ও গুগল পৃথকভাবে জানিয়েছে, ম্যালওয়্যারের বিস্তার রোধে তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করে পদক্ষেপ গ্রহণে আগ্রহী। (আমার এ নিউজটা আজকের কালেরকন্ঠে { Click This Link } প্রকাশিত। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.