প্রতিদিন ভাবি আর ঢুকুম না ;)
দিল চাহতা হ্যায় দেখার পর ফারহান আখতারকে ভালো লাগা শুরু হইছিলো। কিন্তু সেটা ছিল ওর ডিরেকশন,কার্তিক কলিং কার্তিকে ফারহানকে অভিনয় করতে দেখলাম। আগেও অভিনয় করছে, কিন্তু হিন্দি ছবি বেশি ভালা পাই বইল্যা দেখা হয় নাই তবে কার্তিক কলিং কার্তিক এই মুভ্যিটা ভাল্লাগছে, এইটারে থ্রিলার কওন যায়তারে । কাহিনী কমু না তয় দুই ঘন্টা লস যায় নাই। যারা ইংলিশ মুভ্যি বেশি দেখেন, তাগো মনে হইতারে এই টপিকে একখান সাংঘাতিক ভালো মুভ্যি আছে (এবারও নাম কমু না, কইলে মজা থাকবো না)।
সেইটার কাছে এইডা কিছু না, কিন্তু আমি কমু, সেইডারে 9.5 দিলে এইটা 7.0 পাইতে পারে।
ছবি নিয়া কথা কইতে হইলে কইতে হয়, মেকিং ভালা হইছে, দুই একটা goof ছাড়া। ফারহানের ভয়েজটা নিয়া কথা হইতে পারে, কিন্তু এই ক্যারেক্টারের জন্য আমার মতে ঠিক আছে। নাচা-গানা নাই, দুইটা গান চিপা দিয়া ঢোকাইছে, কিন্তু খারাপ লাগে নাই। মুভ্যিটা ইউটিউবে পাবেন।
লিংক চাইয়া লাভ নাই , পাইরেসি খুপ কারাপ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।