আমাদের কথা খুঁজে নিন

   

ভাব এক্কে ভাব , ভাব দুগুনে ধোঁয়া ...



কাল সকালে আমার পরীক্ষা । কস্ট এ্যাকাউন্টিং । আমি কিছু পড়ছিনা । পরীক্ষা না দিলে কি হয় ? দুই দিনের দুনিয়া .... এই টাইপ দার্শনিক কথাবার্তা মনে আসছে । সাধারনত পরীক্ষার আগের রাত্রগুলোয় আমার মনে দীনদুনিয়ার প্রতি বিশেষ বৈরাগ্য দেখা দেয় ।

'কি আছে জীবনে' ধরণের উদাস ভাবনা মনে চাড়া দিয়ে উঠতে থাকে । তখন আমি অনেক করে চকলেট খাই আর সুকুমার রায়ের কবিতা পড়ি । তখন খুব আনন্দ আনন্দ ভাব হয় । মনে হয়, জীবনটা এইভাবেই কাটিয়ে দেয়া গেলে ভালো হত । নিজের মত করে থাকা ।

কাউকে কোনো জবাবদিহিতার ব্যাপার নাই । কারো জন্য কোনো পিছুটান নাই । কে আমার সাথে ফেয়ার কে আনফেয়ার এসব ভেবে মাথাগরম করতে হবেনা । কারো সাথে নিজের কম্পিউটার শেয়ার করতে হবেনা । এইরকম একটা লাইফ কে না পেতে চাইবে ? কারো কারো জন্য হয়তো কাজটা করা খুব অসম্ভবও না ।

একা একা কি জীবন কাটিয়ে দিচ্ছে না অনেকেই ? "কাউকে কিছু দেবোনা কারো কাছ থেকে কিছু নেবোনা" রাগের মাথায় এমন ভেবেছি অনেকবারই । কিন্তু আজকে মাথায় খুব অন্যরকম একটা চিন্তা আসছে । সবসময় শুধু নিজের ভাগটা বুঝে নিতে এত ব্যাস্ত থাকি আমরা যে , অন্য কেউ আমার ব্যাপারে একই কথা ভাবতে পারে এটা মনেই থাকেনা । মনে থাকেনা যে মানুষ ফেরেশতা না । মানুষের ভুল হয় ।

আমরা নিজেদের ভুলের জন্য ক্ষমা আশা করি । কিন্তু অন্যকে ক্ষমা করতে চাইনা । সম্পর্কে কোনো ছাড় দেয়া যাবেনা । নিজের প্রাপ্য অধিকার যে কোনোভাবে বুঝে নিতেই হবে । তুমি আমাকে বকা কেন দিলা ? আমাকে বকা দেওয়ার অধিকার তো তোমার নাই ।

তুমি আমাকে উপদেশ কেন দিলা ? আমি তো তোমার কথা শুনতে বাধ্য না । তুমি আমার দোষ ধরবা কেন ? আমি তোমার খাই না পড়ি ? তুমি এটা করলা কেন ? তুমি ওটা করলানা কেন ? এত বেশী রাগ , ক্ষোভ , ভয় মনে জমা হয়ে আছে যে , অন্যের অনুভূতিটা যায় চোখ এড়িয়ে । আর তাই যে সম্পর্কটা হতে পারত আমার বেঁচে থাকার প্রেরণা , তার কারণেই আমাদের দম বন্ধ হয়ে আসে । তার থেকে মুক্তি পাবার জন্য আমরা হাত-পা ছুড়ি অন্ধের মত । আমরা সবাই নিজেদের অধিকার সম্পর্কে খুব বেশী সচেতন হয়ে গেছি ।

কারও জন্য কিছু স্যাক্রিফাইস করা আমাদের কাছে শুধু বোকামী । স্বার্থপরের মত শুধু নিজের সুখ , নিজের অধিকার , নিজের স্বাধীনতা রক্ষা করতে ব্যাস্ত । অন্যদেরও যে ঠিক এই জিনিষগুলোই দরকার তা আমরা ভাবি কতটুক ? কে জানে আসলে হয়তো সবাই ভাবে শুধু আমিই ভাবিনা । সব অন্যায়ের প্রতিবাদ করতেই হবে এমন একটা ভাবনা হয়তো আমাকে খুব বেশী নিষ্ঠুর করে ফেলেছে । কিছু কিছু অপরাধ কি ক্ষমা করে দেয়া যায়না ? অন্তত কিছু কিছু অপরাধ ? পালিয়ে যাওয়া , হাল ছেড়ে দেওয়া , সবাইকে এড়িয়ে একলা থাকা , তো খুব সহজ ।

কঠিন হল ধরে রাখা । কঠিন হল হার না মানা । আরেকবার চেষ্টা করা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।