আমাদের কথা খুঁজে নিন

   

এ ফর এ্যাপল

Sad Cafe

এ ফর এ্যাপল জ্ঞানবৃক্ষ থেকে দূরে, আপেলের লালগাড়ি অবিরাম গড়িয়ে যাচ্ছে এসে তোমার নিকটে। তুমি অনাদরে তাড়িয়ে দিচ্ছো তাকে দূরতম এক মেধাসরণির দিকে। ফলত আপেলের লালগাড়ি অভিমান নিয়ে চলে যাচ্ছে সমস্ত উদ্ভাবনী থেকে দূরে। উত্থানের প্রকৌশল আর জানা হচ্ছে না তোমার। সেইসব রয়ে যাচ্ছে নিবিষ্ট ম্যান্ডোলিনে, বুদ্ধিবৃত্তিক নিন্দুকের ঘরে। এইতো, মাত্র কয়েক শতাব্দ আগে, টুপ্ করে যেই আপেলটা এসে পড়েছিলো ঘাসে; জ্ঞানবৃক্ষের তলে, তুমি তাকে ছুঁড়ে দিয়েছিলে কী এক বিচিত্র খেয়ালে, ধ্যানস্থ যুবকের দিকে। নিমিষেই যার নামে লেখা হয়েছিল ইতিহাস। আর তুমি হেসে উঠেছিলে হিস্টিরিয়া, অনৈতিহাসের ঘোরে। _______ আন্দালীব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।