আমাদের কথা খুঁজে নিন

   

যখন আমি থাকবনা

একদিন আমাদের স্বপ্ন পূরন হবেই। বাংলাদেশ একদিন সোনার বাংলা হবেই।

আমার কথা পরবে মনে যখন আমি থাকবনা অস্রু সজল নয়ন জোড়া দেখবে যখন চেয়ে রাত্রির তারা ভরা আকাশ কাঁদে- আমার কথা পরবে মনে ঐ নিশিথে। পরবে মনে, ভাসবে তুমি অস্রু জলে। কেউ রবে না, থাকব আমি তোমার পাশে, তোমার-ই ছায়া হয়ে আমার কথা পরবে মনে যখন তুমি কাঁদবে, মরিচিকা হবে যেদিন তোমার স্বপ্ন- সেদিন কি তুমি বুঝবে? আবার যেদিন আসবে তুমি এ পথের ধারে হয়ত পরবে মনে আমার কথা ভাববে তুমি, কোথায় আমি- হয়ত আবারও জ্যোৎস্না রাতে ভাববে তুমি, আমার কথা, তবু আমি নেই তোমার কাছে এই ইট-কাঠের খাঁচার ধারে হয়ত খুজবে আমায় এ নদীর পাড়ে তবু আমায় পাবেনা হেথায় হয়ত ভাববে আমি কোথায়? হয়ত শুনবে সেই নিশিথে কোন অচেনা পাখির ডাক দেখবে গোধুলি বেলা পাখিদের মেলা খুঁজে নিও আমাকে, সূর্যের লালিমার মাঝ থেকে। কোন এক বর্ষাস্নাত বিকেলে হঠাৎ যদি মনে পড়ে আমাকে খুঁজে নিও আমাকে তোমার হৃদয়ের স্মৃতির ধূসর পাতা থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।