ছি ছি ছি এ কোন দেশে বাস করছি আমরা??!!দিনে দুপুরে, প্রকাশ্য দিবালোকে দু-দুটো নিরপরাধ প্রাণ কেঁড়ে নেয়া হল??!!মানুষের প্রাণ এতই সহজ হয়ে গেল? একটা মেয়েকে পাবার জন্য!!!ছি ছি ছি। এই ধিক্কার কাকে দেব? নর পিশাচ খুনিদের? নাকি সব কিছু ঠিক আছে, দেশের আইন শৃঙখলা খুবই ভাল আছে বলে যেই সরকার প্রতিনিয়ত আমাদের বোকা বানাচ্ছে তাদের? নাকি নিজেকে?? কারণ সমাজের এই নৈতিক অবক্ষয়ের পেছনে আমিও তো সমান ভাবে দোষী। ঐ নর পিষাচ যে বলেছে ‘আমাকে সবাই ভয় পায়, তোরা পাস না কেন’ ঐ সবার মধ্যে আমিও তো একজন। অথচ ঐ ধরনের নরকের কীট সমাজে কয়টি আছে? আমরা সবাই চিনি এদের কিন্তু আমরা নির্বাক!! আপেক্ষায় আছি কখন আমার উপর হবে ঐ ধরনের নারকীয় অত্যাচার। মিডিয়া আসবে, আমার মা বাবার ছবি তুলবে, আমার ছবি তুলবে।
হয় আমি মরে পরে আছি আর আমার বাবা মা আমার লাশে মাথা চাপরে কাদঁছে না হয় আমি আমার বাবা মার লাশ নিয়ে আস্ফালন করছি। আর কত চলবে এই নিত্য ঘটে যাওয়া ঘটনা?? কাল সারা দেশের মানুষ দেখেছে ঐ ঘটনা। দুটি সুস্থ মানুষ মুহুর্তের মধ্যে লাশ বনে গেলেন!! দেখেছেন কিভাবে তাদের সন্তান সর্বস হারিয়ে চৎকার করে কেদেঁছে। সবার মনে কস্টও লেগেছে। কিন্তু কালকেই সবাই ভুলে যাবে।
প্রস্তুত হয়ে যাবে নতুন কোন ঘটনা দেখে আপসোস করার জন্য। আমি নিজেও এর ব্যতিক্রম নই। আমরা কি একটি বার ভেবে দেখেছি নির্মম ভাবে নিহত ঐ দম্পতির যে দুটি সন্তান এখন রাস্তায় আছে, যারা যাচ্ছে বাবা মার বিকৃত লাশ দেখার জন্য, তাদের মনের অবস্থা কি রকম? না আমরা ভাবি নাই কারণ আমাদের অত সময় নাই। আজকে কোথায় কে কার গলা কাটলো, কে কাকে পিটিয়ে মারল, কে কার মুখে এসিড মারল তা দেখতে হবে না আমাদের!!! কালকের পুরান খবার নিয়ে পরে থাকলে কি চলবে?? এভাবেই কি চলবে? অন্ন, বস্ত্র, বাসস্থানের দাবী না হয় বাদই দিলাম স্বাভাবিক মৃত্যুর আধিকার টুকুও কি পাবে না মানুষ??সেই দিন হয়তো দূরে নয় যে দিন মানুষ রাস্তায় নামবে এই দাবী নিয়ে। “আমরা স্বাভাবিক ভাবে মারা যেতে চাই”।
পরিশেষে ঐ সর্বহারা পরিবারের প্রতি গভীর সমবেদনা যানিয়ে লজ্জিত ভাবে বলতে চাই, আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমিও এই সমাজেরই একজন, আপনাদের এই দুর্দিনে আপসোস করা ব্যতিত আমি কিছুই করতে পারব না। কিন্তু যারা করতে পারবেন, যাদের করার কথা তারা কি করবেন? নাকি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এমনটা হতেই পারে বলে দায় সারিয়ে নেবেন? স্বাধিনতার ৩৯ বছর পর যে সরকার উঠে পরে লেগেছেন যুদ্বাপরাধীদের বিচারের জন্য তাদের কাছে আমার একটি প্রশ্ন, এই পরিবারটি তাদের বাবা মা হারানোর বিচার কি দ্রুতই পাবে নাকি তাদেরকেউ ৩৯ বছর অপেক্ষা করতে হবে?? যানি এ প্রশ্নের উত্তর আমি পাব না, উত্তর আশাও করি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।