আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন বৃত্তবন্দী

~ ভাষা হোক উন্মুক্ত ~
ব্লগে আমার বলতে গেলে প্রথম বন্ধু, বিশাল প্যাচাইল্লা, এক সময় গোটা ব্লগ যার আড্ডাবাজিতে মুখর থাকতো, সেই সিগারেটখোর ভালা পুলাডার জম্মদিন আজকে। বৃত্তবন্দী - যার আত্মমগ্ন কথামালা পড়তে গিয়া মাঝে মাঝে দাঁত কিরমির কইরা উঠে - (রাগে না - পড়তে গিয়া দাঁত নইড়া যায় ), যার প্রেমের সখ এখনো মিটে নাই (আসলে সাহস হইরা পুলাডা কাউরেই সেই গোপন কথাটি কইতে সাহস পায় নাই এখনও ), যারে দেখলেই বুঝা যায় ব্যাটা জম্মের ক্ষ্যাত (ক্ষ্যাত গ্রুপের একজন বস্‌ আসলে সে ) - সেই পুলাডা আসলেও একটা অতিশয় ভাল আর ভদ্র পুলা। আজকে অর জম্মদিনে সবাই অর জন্য আর অর ইন্টারনেটের জন্য ইট্টু দুয়া দিয়েন, যেন 'বেত্ত' ডাইরেক্ট ফাইবার অপ্টিক কেবলের সাথে যুক্ত হইতে পারে আর গান, নাটক, ছিনেমা আর এইটা সেইটা ( ) দুমদাম কইরা নামাইতে পারে শুভ জন্মদিন বৃত্তবন্দী ... ভাল থাকো চিরকাল ... এইটুকুই চাওয়া ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।