আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ম্যাচেও লড়াইয়ের প্রত্যয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। তার আগে বিকাল ৪টায় মুখোমুখি হবে থাইল্যান্ড ও ইরান। শেষ ম্যাচে লড়াইয়ের প্রতিশ্রুতি দেয়া বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, “শক্তিতে ফিলিপাইন আমাদের চেয়ে এগিয়ে থাকলেও আমরা শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করবো। মেয়েরা নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে ভালো কিছু করা সম্ভব। ” “ইরানের কাছে হেরে গেলেও মেয়েরা যথেষ্ট ভালো খেলেছে।

সেই আত্মবিশ্বাস নিয়ে ফিলিপাইনের বিপক্ষে ভালো করার চেষ্টা করবো। ” ফিলিপাইনের কোচ লোতেসিয়া বাতিস্তার লক্ষ্য বড় ব্যবধানে জয়। তিনি বলেন, “আমাদের লক্ষ্য চূড়ান্ত পর্বে খেলা। চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিততেই হবে। ” বাংলাদেশের কোচের কণ্ঠে লড়াইয়ের প্রত্যয় থাকলেও টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক।

প্রথম ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইরানের কাছে তারা হেরেছে ২-০ গোলে। একটি পেনাল্টি মিস না করলে ইরানের মেয়েরা আরো বড় ব্যবধানে জিততে পারতো। বাংলাদেশকে উড়িয়ে দেয়ার পর ফিলিপাইনকে ১-০ গোলে হারানো থাইল্যান্ডের ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। শেষ ম্যাচে ইরানের সঙ্গে ড্র করলেই চূড়ান্ত পর্বে চলে যাবে তারা। বাছাই পর্বের চার গ্রুপ চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

তাদের সঙ্গে থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন জাপান, চীন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।