আমাদের কথা খুঁজে নিন

   

উওম না মইত্যা, কোন নামটা আসল?

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

মতিউর রহমান নিজামী, ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি স্বভাভিকভাবেই একজন রাজাকার হতে পারেন। রাজাকার হিসেবে উগ্র কথাবার্তাও নিশ্চয় বলেছেন। আর এজন্যে তিনি হয়তো কোন একটা নামে পরিচিতও ছিলেন। প্রশ্ন হলো উওম না মইত্যা? আগেই মইত্যা কথাটা শুনেছিলাম। আজকে আবার নতুন নাম দেখলাম "উওম"। দয়া করে বলবেন কি কোন নামটা আসল? নাকি বলার জন্যই বলা? গোলাম আযম কি নামে পরিচিত ছিল, তা জানালেও খুব ভাল হতো। আর সব রাজাকার কি ঝামাতি ছিল নাকি রাজাকারদের মধ্যে যারা ঝামাতি ছিল তাদের প্রতি আমাদের ক্ষোভ? একটু খুলে বললে ভাল হতো। কেউ আছে নাকি বলার মতো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।