আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলবেলা-১ (পালোয়ান আপা)

যাত্রা শুরু...

প্রচন্ড গরমে ঘামতে ঘামতে বাসে যেতে যেতে হঠাৎ স্কুলের একটা স্মৃতি মনে পড়ে গেল। ফিক করে হেসে ফেললাম। পাশে বসা মেয়েটা একটু অবাক হয়ে চাইল। কিন্তু মেয়ে টা তো আর জানে না সেই এক বরষার দুপুরে কি হয়েছিল জানলে সেও হেসে উঠত। আচ্ছা বলেই ফেলি।

আমি তখন ক্লাস সেভেন এ পড়ি। ডে শিফটে পড়ি তাই স্কুল যাই ১১টা সাড়ে ১১টার দিকে। তো রোজকার মত স্কুলে যাবার জন্য রেডি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়েছি আমরা দুই বোন। ঠিক তখনই যেন আকাশ ভেঙ্গে পড়ল। প্রচন্ড বৃষ্টি! এত বড় বড় ফোঁটা পড়ছে যে গায়ে লাগলে ব্যথা লাগবে এমন বৃষ্টি।

ঝরছে তো ঝরছেই বিরামহীন। আমরা বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছি বৃষ্টি থামার। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রাস্তায় হাঁটু পানি আর তার মাঝেই রিকশা, গাড়ি ছুটে চলেছে। বারবার ঘড়ি দেখছি ফার্স্ট পিরিয়ড শুরু হয়ে গেছে। বৃষ্টি আর থামে না।

স্কুলে আর আজ যাবই না , ভালই হলো মনে মনে বলছিলাম তিন গোয়েন্দা পড়ব আজ সারাদিন। এমন হাবিজাবি ভাবনা চলছিল আর দেখছিলাম অবিরাম বর্ষন। এমন সময় দেখলাম একটা রিকশা এই ভয়ংকর বৃষ্টির মাঝে তুফান বেগে ছুটে আসছে। আমাদের বাসাটা ছিল স্কুল রোডেই আর একদম মোড়ের উপরই। তো স্কুলে যারা যায় সবাই এই রাস্তা ধরেই যায়।

যাহোক যা বলছিলাম রিকশাওয়ালার ঘাড়ে মনে হয় ভুত সওয়ার হয়ে ছিল তখন। নইলে হাঁটু পানির রাস্তায় কেউ এমন ড্যামকেয়ারে রিকশা চালায় না। রাস্তার মোড়ের একটা অংশ ছিল ভাঙ্গা আর সাথেই ছিল ড্রেন। কিন্তু পানিতে তো চারিদিক তখন থৈ থৈ করছে। রিকশাওয়ালা ব্যাটা তো আর তা জানে না।

সে একেবারে ছিনেমার হিরোর মত টার্ন নিতেই রিকশা গর্তে পড়ে পুরা ডিগবাজি খেয়ে পড়ল আর আমরা দেখলাম রিকশার যাত্রী উড়ে যেয়ে পানিতে, তার গায়ের উপর তুফানচালক (রিকশাওয়ালা) আর তার উপর রিকশা। এই অদ্ভুদ পতন দেখে রাস্তায় ভিজতে থাকা ছেলেপিলের দল হো হো করে হাসতে লাগল আর আমরা দুই বোন তো তখন খুন হয়ে যাচ্ছিলাম হাসতে হাসতে। যাই হোক লোকজন দৌঁড়ে যেয়ে রিকশা সরিয়ে তুফানচালক এবং তার তলা থেকে ড্রেনের পানিতে নিমজ্জিত যাত্রীকে টেনে তুলল। ভাল করে তাকিয়ে দেখি আমাদের পালোয়ান আপা যে কিনা মোস্ট অফ দ্য টাইম ক্লাসে ঘুমান আর মেয়েদের দিয়ে রসকসহীন পৌরনীতি রিডিং পড়ান। সেই পালোয়ান আপা ড্রেনে তার উপর রিকশাচালক এবং তারও উপর রিকশা! আপাকে দেখে আর হাসি নাই।

হাজার হোক টীচার তো। পালোয়ান আপা কোনমতে উঠে দাঁড়িয়েই রিকশাওয়ালাকে ছাতা দিয়ে দুই বাড়ি! তখন আবার হিহিহি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।