আমাদের কথা খুঁজে নিন

   

।।। ওদের কে চেনা যায় না।।।



স্ব্প্ন যখন আকাশ ছোয়া, দ্রব্য-মূল্য মাটি .. বাবার হাতটি ধরে আমি আসতে আসতে হাটি । আমি জানো, এখনো ভাবি স্ব্প্ন রঙীন নেশা .. টাকা'র অভাব ওটাই এখন সবচেয়ে কঠিন পেশা । অংক খাতা, বেকার-ভাতা দুটোরই বড়ো মিল .. স্ব্প্ন যখন দেখবো ভাবি, উফ!!মহা মুশকিল । কঠিন, জটিল ...সবচেয়ে চাপের মানুষের এই জীবন .. বিশ্বায়নের নামে উষ্ঞ বিশ্বের এই মন । যখন তুমি, আমি সবাই মিলে দশের হয়ে থাকি .. আর সেই দেশরই নিয়ন্ত্রনে দিচেছ মোদের ফাঁকি আমরা শালা ! লিখেই যাবো, আর বলেই যাবো কথা .. নক্সা ছাড়াও শিল্পী তুমি, আর পুরাণো "ণকঁসী কাঁথা" । আমরা লেখার লিখন লিখতে পারি আর বলার বুলি বলি .. সত্য কথা, আর পৃথক স্বত্বা উষ্ঞ জলে গুলি । স্ব্প্ন দেখাও আটকে রাখি, আর লেখাও করি শেষ.. কারা যেন হানছে আঘাত সেই চেনা ছদ্মবেশ ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।