হৃদয় ছবি
ট্র্যাক মেনিয়া। চমৎকার গ্রাফিক্স, শব্দ এবং মিউজিক এ সমৃদ্ধ একটি গেম। এই গেমটির বানিজ্যিক সংস্করন নিন্টেন্ডো উইতে পাওয়া গেলেও গেমটির ফুল ভারশান সকলের জন্য ফ্রী। এটা কাশকাই রেসিং ধাচের গেম। আজ থেকে ১০/১৫ বছর আগে স্টান্টস গেমের মতোই, তবে এই গেমটি অনেক অনেক আধুনিক।
গেমটি WCG এর কম্পিউটার ক্যাটাগরি নির্বাচিত হয়েছে বলে গেম নির্মাতা প্রতিষ্ঠান WCG ভুক্ত সকল দেশগুলোকে এ গেমে অন্তর্ভুক্ত করেছে। আপনি অনলাইনে বিশ্বের সব দেশের মানুষের সাথে খেলে যদি মনে করেন যে আপনি সবার চেয়ে ভালো খেলেন, তাহলে WCG কন্টেষ্টে যোগ দিতে পারেন। এবার WCG ২০১০ ফাইনাল কন্টেষ্ট হতে যাচ্ছে আমেরিকার লস এন্জেলাস শহরে। তবে তারিখ টা ডিকলার হয়েছে কি না সেটা খুঁজে পাচ্ছি না। আপনারা কেউ জানলে বলবেন প্লিজ।
বাংলাদেশ WCG অধিভুক্ত হওয়ায় বাংলাদেশের গেম নির্মাতা বাংলাদেশের পতাকা সম্বলিত একটি গাড়িও তৈরি করেছে। নিচে বাংলাদেশের পতাকা সম্বলিত গাড়িটির ছবি দিলাম।
অনলাইনের মাধ্যমে আপনি সরাসরি বিশ্বের শ্রেষ্ট খেলোয়ারদের সাথে খেলেতে পারবেন। অথবা অফলাইনেও একা একা বসে খেলা যায়। (পার্টি মোড টা এখনো টেষ্ট করি নি, তবে মনে হচ্ছে চার জনে একসাথে একি কম্পিউটারে খেলার কোনো সিস্টেম)
গেমটির আরেকটি মজার ফিচার হলো যে, গেমটি থ্রিডি গ্লাস সাপোর্টেড।
আপনার থ্রিডি গ্লাস থাকলে এ গেমটি থেকে থ্রিডি গ্লাসটি কনফিগার করে নিন আর মেতে উঠুন ত্রিমাত্রিক বৈচিত্রিকতায়।
গেমটির কন্টোলিং খুব সহজ এবং ৩ বছরের উর্ধে শিশুরাও খেলতে পারবে বলে গেম নির্মাতারা বলছেন। তবে গেমটা একটু ফাষ্ট ধাচের হওয়ায় আমি শুধুমাত্র সিলভার মেডেল জিততে পারি, গোল্ড মেডেল পাই না । ছোটোদের দিয়ে বিশ্বাস নাই ওরা হয়তো গোল্ড এর ওপর প্লাটিনাম মেডেল চাইবে ।
আমার খেলা কিছু স্ক্রিন শট ।
আপনাদের ব্যান্ড-উইডত ভালো হলে ট্রেইলার দেখতে পারেন।
আপনাদের কমেন্ট সদা স্বাগত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।