বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
A.J.P. Taylor এর The Origins of The Second World War বইটির প্রচ্ছদ
প্রখ্যাত ঐহিহাসিক A.J.P. Taylor এর পান্ডিত্যপূর্ন রচনা The Origins of The Second World War বইটিতে ২য় বিশ্বযুদ্ধের পূর্বাপর আলোচনা স্থান পেয়েছে। ২য় মহাযুদ্ধের ইতিহাস বাঙালি পড়ুয়াদের একটি অনিবার্য আগ্রহের বিষয় বলেই বইটি সবার সঙ্গে শেয়ার করলাম।
সভ্যতার উষালগ্ন থেকে পৃথিবীতে কত যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়েছে- অথচ ২য় বিশ্বযুদ্ধ নিয়েই মানুষের কৌতূহল বেশি বলে মনে হয়।
A.J.P. Taylor এর The Origins of The Second World War বইটির ( প্রায় ৩ মেগা ডক ফাইল) ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?mmojjoqm1yo
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।