আমাদের কথা খুঁজে নিন

   

টেকনো-কোব অথবা বেলতলার আড্ডা

আপাতত ঘুরপাক খাচ্ছি!
উইন নাইনটি ফাইভ এক্সপি ভিসতা গেল ভাই মাইক্রোসফটের বিলগেটস এর দিন বুঝি আর নাই আগে দেখতাম ধনীর খেতাবে সে থাকত শীর্ষে কার্লোস-স্লিম-হেলু এসে বুকে দিল তার তীর যে। এইচটিটিপি ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডটকম ইয়াহুমেইল জিমেইল আর গুগল মনে হতো হাতের কাছে পেয়েছি পুস্তক ভূগোল টিম-বার্নাস-লি লোকটা ভাল কাজটা করেছেন একদম ঠিক আমাদের চরম দূরবস্থা দেখে করবেন এখন শতধিক। সারাদিন খাটুনির পর যখন পাই একটু সুযোগ ইন্টারনেটকে কামড়ে ধরার হয়েছে দারুণ এক রোগ তার মধ্যে বিশাল সময় কাটে সামু নিয়ে যেন আমরা নেট শাস্ত্রমতে মামা আর ভাগ্নে। বসি যখন সামু নিয়ে একটা কিছু করব মশার কামড় কি আসে-যায় মামুর কোলে চড়বো এই মূহুর্তে কারেন্ট যায় কেমনি কি করি মামুর কোল থেকে এক্কেবারে ধপাস করে পড়ি। তাই বলছি আসেন যাই কোন গাঁয়ে চলে পোষ্টের কথা হবে তখন বট নাহলে বেলতলে মুক্ত বাতাস হবে আমাদের চা আর কফি সাথে হবে দৈনন্দিন ব্লগ আড্ডা একদম ফ্রি সারমর্ম: দেশ হাজার বছর পিছাতে আর কতদিন বাকী। পাদদীকা: ন্যাড়া একবারই বেল তলায় যায় কিন্তু আমরা বারবার যাই এবং যাবো। কোবতে পড়ার/ বেলতলায় আড্ডার উপকারীতা: নিয়মিত সকালবেলা বেলের সরবত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।