আমাদের কথা খুঁজে নিন

   

আজ ফাগুনে



আজ ফাগুনে তোমার মনে হয়তো খুশির বান, তোমার সাথী তোমার সাথে কাঁদে আমার প্রাণ। সবুজ পাতার শাখায় বসে বনের কোকিক ডাকে, আমার বুকে কষ্ষ্টরা আজ সুখের স্বপন দেখে। গোলাপ তুলে দিলেম যাকে হয়তো সে আজ দুরে হাজার ফুলের মাঝে সে ফুল আসবে না আর ঘুরে। আমার চেনা মুখের ছবি অচেনা আজ তাই যে, সুখের তরে ঘর বেধেছে অন্য কারো আজ সে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।