আমাদের কথা খুঁজে নিন

   

তবু ৫১ হাজার খুঁটি ক্রয়!



দেশের পল্লি এলাকায় প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। নতুন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেমন অগ্রগতিও নেই। এর পরও নতুন করে সংযোগ দিতে ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড’ (আরইবি) প্রায় ৫১ হাজার খুঁটি কিনছে। গত বছরের জুলাই মাসে এর দরপত্র আহ্বান করা হয়। নানা পক্ষের সমালোচনায় কিছুদিন প্রক্রিয়াটি বন্ধ রাখা হলেও চলতি মাসে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রায় ৫১ হাজার বৈদ্যুতিক খুঁটি কেনার প্রস্তাব অনুমোদন করে।

বিশেষজ্ঞরা বলছেন, যেখানে সরকার বিদ্যুৎ দিতে পারছে না, সেখানে নতুন করে খুঁটি কেনা শুধু অযৌক্তিক নয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে পাঁচ লাখের বেশি খুঁটি কেনা হয় এবং তা ছিল দুর্নীতির একটি বড় খাত। মহাজোট সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুতের সরবরাহ বাড়ানোর আগে খুঁটি কিনে অর্থ অপচয় না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন আওয়ামী লীগ সরকারও জোট সরকারের পথেই হাঁটছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে গ্রীষ্মে সারা দেশে বিদ্যুতের চাহিদা বর্তমানে প্রায় পাঁচ হাজার মেগাওয়াট।

কিন্তু এখন সর্বোচ্চ চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। প্রায় এক হাজার মেগাওয়াটের ঘাটতিতে জনজীবন দুর্বিষহ হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে সব ধরনের উৎপাদন কর্মকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতিতে বিদ্যুতের সরবরাহ না বাড়িয়ে খুঁটি কেনার মতো একটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে সমালোচনার মুখে পড়তে হবে। source: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।