আমাদের কথা খুঁজে নিন

   

তোমার শরীরও নিয়ন্ত্রনহীন হয়ে যাচ্ছে দিন দিন

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ তুমি অকারনে লজ্জিত হতে হতে তোমার শরীরও কেমন লজ্জা পেতে শিখে গেছে তুমি বুঝনি। এখন তুমি লজ্জা না পেলেও তোমার শরীর লজ্জা পায়! নিজের অজান্তে ঠোট গুলো লজ্জায় দাঁতের কামড়ে রক্তাক্ত হয়, তুমি তারে রক্ষা করতেও পারো না। তোমার শরীরও দিন দিন তোমার নিয়ন্ত্রনহীন হয়ে যাচ্ছে...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।