আমি একজন বাঙ্গালি রমনী.......
আমার পায়ে আজ রক্তজবা ফুল
আমার দৃষ্টি আজ শূণ্য স্তব্ধ
আমার চলার গতি আজ ক্ষীণ
আিম আজ ব্যর্থতার কারাগারে দন্ডিত
আিম নিস্তব্ধ আিম আজ পরাজিত
আজ আমি ম্লান
অক্ষয় হবো বলে জন্ম আমার
তবুও কেন ভায়োলিনের করুণ সুর বাজে এ মনে
আমি কি সত্যিই আজ
আমি কি আজ সত্যিই পরাজিত সৈনিক
এ-কি সেই পলাশির প্রান্তর
যা আমার পরিচয়ের করবে সমাপ্তি
রেখে যাবে আমায় শুধু ইতিহাসে
মুছে দিয়ে যাবে আমার কথা
সবার মাঝ থেকে
এটাই কি সেই চির বিদায়ের রূঢ়ধ্বনি ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।