প্রতিদিন ভাবি আর ঢুকুম না ;)
এ জীবনে আর সেফ হওয়া হলো না । মনে হয় না, এখানে সে সুদিন আসবে। মনের দুঃখে গান শুনি। আজকের গান হলো বিলি জোয়েলের We didn't start the fire। গানটি ১৯৮৯ এ লেখা, যখন বিল ৪০ বছরে পদার্পন করেন।
এই গানে বিল ১৯৪৯ থেকে ১৯৮৯ পর্যন্ত যেসব খবর হেডলাইন হয়েছ, সেগুলোকে উল্লেখ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রায় ১১৯ টা ঘটনার উল্লেখ আছে এ গানে। রিলিজের পর গানটি US billboard 100 চার্টে এক নম্বরে স্থান করে নেয়। গ্র্যামি আওয়ার্ডের জন্যও মনোনীত হয়। মজার ব্যাপার হলো এটা 50 Worst Songs Ever এর লিস্টেও ভাল পজিশনে আছে , ৪১ নম্বরে।
আপনাদেরও ভাল বা খারাপ যেকোনটিই লাগতে পারে। তবে ভাল লাগতে পারে একথাগুলো
We didn't start the fire
It was always burning
since the world's been turning
We didn't start the fire
No we didn't light it
but we tried to fight it
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।