১.
প্রেমের বাজার
আজ প্রেমের বাজার দর চড়া..তোমার ঘরে আলোর ঝিলিক আমি ঘাটের মরা।
২.
ঠাই
না হয় আমার ঘরের চাল উড়ে গেছে ঝড়ে তাই বলে কি ঠাই হবে না তোমার সুখের ঘরে।
৩.
মূমূর্ষ
আসতেই হবে এমন দিব্বি কে দিয়েছে তোমায়...এখন আমি লাশ কাটা ঘরে পড়ে আছি কোমায়।
৪.
নিরাপত্তা
আমার হৃদয় ব্যাংকে জমা রেখো তোমার সব, সুদ-আসলে বুঝে নিয়ো সময় মতো।
৫.
চির প্রস্থান
তোমার প্রস্থান আমায় করেছে বে-সামাল; বন্ধু আমিও ওপার হয়ে আছি বসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।