'ভূত' মানেই গা ছমছম ভাব। এ এক অপার রহস্য। অজানা ভয়। এই রহস্য আর ভয়ের কোনো শেষ নেই। সেই সৃষ্টির আদি থেকেই নানামুখী গল্প আর বিশ্বাসে নানাভাবে এসেছে ভূতের নাম।
ভয় থাকলেও এ নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। পৃথিবীতে এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না যে ছোটবেলায় ভূতের গল্প শোনেনি। আর বড় হয়েও ভূতপ্রেত বিষয়ে মানুষের আগ্রহ এতটুকু কমে না। অনেকের অবিশ্বাস থাকলেও ভূত সবারই আগ্রহের কারণ। আবার বিশ্বজুড়ে এমন অনেক বাড়ি, স্থান বা বিষয় রয়েছে যেগুলো কেবল ভূতের কারণেই খ্যাতি পেয়েছে।
এ রকমই কিছু ভিন্নধর্মী বিষয় নিয়ে আজকের আয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।